Total Pageviews

Wednesday, 7 August 2019

নুর হাসান সন্দ্বীপী'র কবিতা 'প্রিয় সিনী'

ওগো প্রিয় সিনী, ওগো স্বপ্ন হরিণী
সন্ধ্যায় আকাশে চাঁদ ছিলো না,
ছিলো না রাতে ধ্রুবতারা।
বুকের মাঝে কষ্ট ছিলো না,
দুজনের মান অভিমান ছিলো না।
 
হ্নদয়ে হ্নদয় ছিলো,
দুজনের চোঁখের কোণে স্বপ্ন ছিলো।
বুকের মাঝে বুক ছিলো,
কষ্ট গুলো হারিয়ে গিয়েছিলো—
আমরা দুজন ছিলাম দিশেহারা।
 
ওগো মোর ভালোবাসার প্রিয়া...
এই নিশি লগ্নে হঠাৎ এসে করেছো,
তোমার ভালোবাসায় আর্তহারা।
 
জানিনাতো প্রেম কেমন হয়,
জানতাম না গানে কবিতায় ও উপন্যাসেও কথা কয়।
হরিণী চোঁখের কোণের দৃষ্টিতে ভেসে উঠেছিলো,
তোমার আমার স্বপ্নময় ভালোবাসার কথা।
 
দুজনের চোঁখে চোঁখ ছিলো,
দুজনের ঠোঁটে ঠোঁট ছিলো।
ছিলোনা এলেমেলো রাতে চাওয়া-পাওয়া।
এ যেন পবিএ ভালবাসা
সম্মানের সম্মান রাখা...।
 
ওগো প্রিয় সিনী, ওগো স্বপ্ন হরিণী
জানিনাতো বিদায় বেলায় কেমন ছিলো মন
আমার মনে মন ছিলো, ভালোবাসায় থাকবে আজীবন।

http://joyjatra.tv/archive/description/1017

No comments:

Post a Comment