Total Pageviews

Sunday, 16 August 2020

নুর হাসান সন্দ্বীপী'র কবিতা 'কথা'

এই শুনছো?
হয়তো-বা কখনো বলা হবে না!
নিস্তব্ধ নীরব হয়ে যাবে দেহের শিরা—

চলবেনা দু'টো পা,
হাতটাও বলবে আর পারছি না।
তবুও কেন জানি,কেন জানি মনে হয়
দুচোখের পাতা জুড়ে তোমাকে খুজে পাই—

এই শুনছো?
একটা কথা বলার ছিলো!
একটা কথা জানার ছিলো—

জানি হয়তো-বা কখনো,
কখনো এ কথার উওর হবেনা
বিজলির রঙিন ফিতায় বাঁধা যাবেনা এলোমেলো চুল।

তবুও বলতে চাই—আমার কবিতার ভাষায়,
এই শুনছো একটা কথা বলার ছিলো তোমায়।

হয়তো কোন সাগরের তীরে দাঁড়িয়ে
ঢেউয়ের তালে তালে বিভিন্ন ভাষায় ভালোবাসর কথাটাই বলতে চাই।

এই শুনছো?
এই কথাটা বলতে চাই—
আমি ভালোবাসি তোমায়
তুমিও কি ভালবাসো নীরবে আমায়?

No comments:

Post a Comment