Total Pageviews

Saturday, 8 February 2020

নুর হাসান সন্দ্বীপী'র কবিতা 'কবিতায় প্রেম'

আমিতো সেই ছোট্টবেলা থেইকা—
কবিতার সামনেপিছনে ঘুরাঘুরি কইরা
বহুবার প্রেমেজর্জরিত হইছি!

তবে, কবিতা তখন পাত্তাই দেই নাই
বুঝি নাই,বুঝতাম না—

প্রেম ভালবাসা চাওয়া পাওয়া মায়া মমতা মহব্বত কি?
আসলেই বুঝি নাই বুঝার চেষ্টাও করি নাই!

বহুবার বুকে আনার চেষ্টা করলেও
চোঁখে ও ঠোঁটে আনবার পারছি— সত্যি
বুঝাইবার পারছি তারে ভালবাসি— অন্তত থেইকা বাসি

মানাইবার পারছি শুধু ফেব্রুয়ারি মাসে না
সারা বারমাস তার সাথে ঘরসংসার কইরা বাঁচি।

এখন কবিতা রাতে আসে দিনে আসে
এই আসে এই যায়— তার মাঝে অসীম ক্ষমতায়
নানান শব্দ ও প্রেমের ছন্দবাঁধে মনের আঙিনায়।

কেউ ফেব্রুয়ারি মাস আসলে মেলায় যায়
কবিতাপাঠ করিয়া সাক্ষাৎ চায়—
সেলফি ফেসবুক নানান কর্ম কইরা পাঠকের ট্যাগ লাগায়।

আমার সাক্ষাৎ পাঠ করিয়া লইবার লাগে না—
ফেসবুক ছবি ভিডিওতে হয় না,
কবিতা পড়িয়া সাক্ষাৎ করিবার লাগে।
কেন না মনের মাঝে শুধু কবিতা বসবাস করে।

No comments:

Post a Comment