সেই রাতের কথা মনে আছে নিশ্চয়ই?
হ্যাঁ– মনে থাকার কথা!
আমি কিন্তু ভুইলা যাওয়ার লোক না।
চাঁদের আলোতে মিটমিট কইরা
এক পা দু'পা চালাইয়া গেছিলাম–
সেইরাতে দেখা পাইলাম
স্পর্শ নিছিলাম ঠোঁটের স্বাদ গ্রহণ করছিলাম।
আহা– শরীরের গন্ধ যেন নাকের ডগায় লাইগা আছে
র্স্পষ্ট কইরা বহুবার বলা হইছিলো ভালোবাসি
তবুও বলা হয় নাই যাও এইবার অন্যসময় আসি।
সেই রাত গেলো
সেই স্মৃতি গেলো
বহুদিন গেলো বহুবছর গেলো
এখন আকাশে চাঁদ উঠে না– বৃষ্টি ঝরে না।
সবকিছু কেন জানি স্বার্থপর হইয়াগেছে
তোমার দেখা নাই—স্পর্শ নাই—স্পর্শ চাই...
তোমাকে ভালোবেসে যেতে চাই সারাজীবন।
এইভাবে আর কত?
নিরব কবি হয়ে কলমের খোঁচায়
ডায়েরির পাতা কিংবা ফেসবুকের পোষ্টে লিখে যাবো তোমাকে চাই?
এইভাবে আর না—এইভাবে চলতে থাকলে একদিন হইতো হারিয়ে ফেলবো, হারিয়ে যাবে জীবন থেইকা।
বহুদিন চলিয়া গেলো প্রাণ বন্ধুর দেখা নাই
জীবনের প্রথম ও শেষ সময় তোমার ছোঁয়া চাই
মৃত্যুর আগ মুহূর্তে হইলেও তোমার দেখা যেন পাই।
No comments:
Post a Comment