বহুদিন ধরে অপেক্ষা,
হঠাৎ মাঝপথে দেখা—
তোমার দিকে তাকিয়ে
রঙধনুর সাত রঙ দেখা
এযেন মহান রবের অপরুপ সৃষ্টি।
হঠাৎ করে অঝোরে নামলো
ভালবাসার বৃষ্টি—
বহুদিন ধরে বহুরাত্রির পরে
বহু—পথ পাড়ি দিয়ে
বহু—রাত্রি যাপন
বৃষ্টি ও কবিতা
একসূত্রে গাঁথা যেন যুগে যুগে আপন।
হয়তো হিমালয় ঘুরেফিরে
হয়তো হিমালয় ছেড়ে অন্যপথে
তবুও নিবিড় বন্ধন—
বৃষ্টি ও কবিতা দু'জন দুজনার আপন,
ভালোবাসায় ভালোলাগায় জীবনযাপন।
No comments:
Post a Comment