এই কনকনে শীতের মাঝে আপ্নি শুয়ে আছেন? কেন? উঠতে কষ্ট হচ্ছে? নাকি শীতের ভয়ে উঠতে পারছেন না?
একটু কি লক্ষ করেছেন? শীতকে ভয় না করেও আল্লাহর মুমিন বান্দাগণ আল্লাহকে ভয় করে।এই শীতে প্রতিদিন পাঁচ ওয়াক্ত সালাত আদায় করে থাকেন। জ্বি হ্যাঁ... এটাই সত্যি।
মহান আল্লাহর রহমতে যারা প্রতিদিন পাঁচ ওয়াক্ত সালাত আদায় করে তারা নিশ্চয়ই মহান আল্লাহ কাছে অতি প্রিয় বান্দা।
আপ্নিও একটু কষ্ট করে প্রতিদিন ফজর থেকে শুরু করে বাকি ওয়াক্তের সালাত গুলো আদায় করলে আপনার লাভ বেশি।ঠান্ডার ভয়ে শুধু পাঁচ ওয়াক্ত সালাত বাদ দিলেও ঠান্ডার ভয়ে বাকি কাজ গুলোতো আপনাকে বাদ দিতে দেখি না!
যেমন প্রতিদিন টয়লেট সাড়া থেকে শুরু করে, সকালের নাস্তা এবং তিনবেলা ভাত সহ নানান কিছু খাওয়া।নিজের এবং সংসারে কাজ গুলোতো বাদ দেওয়া হচ্ছে? নাতো!
তবে কেন ঠান্ডার দোহাই দিয়ে আপ্নি সালাত আদায় করা থেকে দূরে আছেন? দয়াকরে একটু ভাবুন। মৃত্যুর পরে আপনাকে ঠান্ডা মাটিতে সারাজীবন শুয়ে থাকতে হবে।হয়তো সালাত আদায় না করার জন্যে আপনাকে জাহান্নামের আগুনে সারাজীবন জ্বলতে হবে।
আপনার আমার আমাদের সকলের অঙ্গীকার হোক।যত শীত হোক না কেন।আজ থেকে আমরা প্রতিদিন পাঁচ ওয়াক্ত সালাত আদায় করবো।এমনকি একটা ওয়াক্ত সালাত মিস করবো না।
ইসলাম অনেক সহজ এবং পরিপূর্ণ ধর্ম আমি আপ্নি আমরা এটাকে কঠিন হিসাবে চিন্তা করতেছি বলেই এটা কঠিন ধর্মের রুপান্তরিত হয়েছে।
মহান আল্লাহ সবাইকে সত্যের এবং সুন্দের পক্ষে চলার তৌফিক দান করুক। আমিন।