Total Pageviews

Monday, 18 January 2021

নুর হাসান সন্দ্বীপী'র কবিতা 'প্রথম নই শেষ'

কোন এক গোধুলির শেষ বিকালে হাতে হাত—চোঁখে চোঁখ রেখে...
মনের সাথে মনের স্পর্শ করে স্পষ্ট ভাষায় বলেছিলে
আমি তোমার প্রথম নই—শেষ হতে চাই...।
তোমার আকাশের বৃষ্টি হয়ে রিমঝিম রিমঝিম করেই ঝড়তে চাই—

মেঘাচ্ছন্ন আকাশে চাঁদের আলো কি ভাবা যায়?
সন্ধ্যা না হলেই তারার দেখা কি পাওয়া যায়?
তুমি বলেছিলে—পাশে থাকবে আজীবন,
তুমি-ই প্রথম, তুমি-ই শেষ তোমাতে সারাক্ষণ।
আমি তোমার প্রথম নই—শেষ হতে চাই; যদি কোমল হৃদয়ে ঠাঁই পাই।

সেইদিনের সেইসব কথা গুলো কি মনে পড়ে তোমার?
চোঁখের ভাষায় প্রকাশ হয়েছিলো মনের সব ভাষা—
আজ কেন হতে চাও পরবাসী; হঠাৎ আলাদা?
আমাদের ভালোবাসা কি মিথ্যে ছিলো; স্বপ্ন গুলোর মাঝে কি অভিনয় লুকানো?

হয়তো ভরসা করে ছিলাম তোমাতে; অভিনয়ে—মোর প্রেম ছিলোনা অভিনয়।
আমি তোমার থাকতে চেয়ে ছিলাম আজীবন—
আমি তোমার প্রথম নই শেষ হতে চাই, তোমার এপাড়ের না হয় ওপাড়ের সঙ্গী হতে চাই।

Tuesday, 12 January 2021

নুর হাসান সন্দ্বীপী'র কবিতা 'পৃথিবীর পথ'

জীবনানন্দ দাঁস এখনো পড়া হয় নাই—হবে?
হয়তো হবে—একটু পরে-
হাজার বছর ধ’রে আমি পথ হাঁটিতেছি পৃথিবীর পথে,
কবিতা, গল্প, উপন্যাস পড়তে পড়তে হয়তো ক্লান্ত হবো—
বিশ্রাম আমাকে খুঁজবে, আমি বিশ্রামকে বিশ্রাম দিয়ে ছুটে যাবো আশ্রামের ধারে।

সেই দিন, স্মৃতি বিজড়িত ঘটনার সাক্ষী হয়ে থাকবে গাছ তরুলতা কীটপতঙ্গ নারী পুরুষ ও যুব সমাজ।
তোমার এলাকার পাশ দিয়ে হাটা চলা করা স্মৃতি হয়তো লিপিবদ্ধ করবো।

লিপিবদ্ধ কবিতার গুচ্ছ গুলো কেউ তুলে নিবে পাঠ্যবই সহ নানান পত্রিকায়।
তোমাকে লিপিবদ্ধ করার বড্ড ইচ্ছে ছিলো, হয়নি হয়ে উঠেনি—উঠবে না।

পৃথিবীর থেকেও বড় সূর্য থাকতে মোমবাতির জ্বলন্ত আগুনে দেখা ইচ্ছে নেই তোমাকে—

হাজার বছর ধরে অপেক্ষা করে যাবো তোমার জন্য, তোমাকে খুঁজে হয়তো পাবো। হয়তোবা না পাওয়ার বেদনায় সব হারাবো...পৃথিবীর পথে।