Total Pageviews

Monday, 8 March 2021

সম্পর্ক — নুর হাসান সন্দ্বীপী

সম্পর্ক একটি মাত্র শব্দ হলেও এটার বাস্তব হিসেব নিকেশ অনেক বড়। কেউ এই সম্পর্ক রক্ষার জন্য যুদ্ধ ঘোষণা করে কেউ বা সম্পর্ক নষ্টের জন্য যুদ্ধে জড়িয়ে পড়ে।

পৃথিবীর প্রত্যেক সম্পর্ক সুন্দর ও রক্ষা করার জন্যে প্রয়োজন আন্তরিকতা ও সৎ চিন্তাভাবনা এবং মানসিকতা। আপনি মানসিক ভাবে যদি স্থির না থাকেন তাহলে কোন সম্পর্ক টিকিয়ে রাখতে পারবেন না।

বর্তমান সময়ে প্রেম-ভালোবাসা ও বিয়ের প্রবণতা বেড়েছে। পাশাপাশি সম্পর্ক বিচ্ছেদের প্রবণতা বেড়েছে। অধিকাংশ সম্পর্ক বিচ্ছেদের জন্য দায়ী বিয়ের আগের সম্পর্ক ও বিয়ের পরের সম্পর্ক।

তবে আমি ব্যক্তিগত ভাবে মনে করি। বিয়ের আগের সম্পর্ক গুলোকে টিকিয়ে রাখা প্রয়োজন। কেন না—বর্তমান সময়ে একজন ছেলে ও মেয়ে তার জীবন সঙ্গীকে ঠিকঠাকমতো চিনে নেওয়া উওম। জানাশোনা এবং শ্রদ্ধা থাকলে ভবিষ্যতে একসাথে চলতে সমস্যা হবে না। তবে খেয়াল রাখতে হবে এমন কিছু করা যাবে না। যেটা ছেলে এবং মেয়ের জন্য ক্ষতিকর।

বিয়ে পরে ছেলে অথবা মেয়ে এমন কোন ব্যক্তির সাথে কোনপ্রকার সম্পর্কে না জড়ানো উওম। এতে পরিবার ও নিজের সম্মান বাঁচে পাশাপাশি কোনপ্রকার প্যারা নেওয়ার ঝামেলা নেই।

তবে আরেকটা সত্যি কথা হলো। বর্তমান সময়ের সম্পর্ক গুলো যেন কচুরিপানার মত উপরে সবুজ সুন্দর নিচে নানান রকমের ময়লাতে ভরা। ছেলে এবং মেয়ে দুইজন দুইজনের সময় কাটানোর জন্য প্রেম করে। শতে হাজারে কয়েকজন পাওয়া যাবে যারা সত্যিকার অর্থে ভালোবাসে।

কিছুকিছু সময় দেখা যায়। ছেলে মেয়ের সাথে বেইমানি করে আবার মেয়ে ছেলের সাথে বেইমানি করে। তবে আমি সেই সম্পর্ক গুলোকে ট্রু লাভ বলি না। আমি মনে করি সস্তা দিনের বস্তা ভরা পচাঁ ভালোবাসা।

কারো সাথে সম্পর্ক করার আগে বারবার ভাবুন। সে আসলে আপনার সম্পর্কের মর্যাদা রাখতে পারবে কিনা। সে আসলে আপনাকে সঠিকভাবে মূল্যায়ন করতে পারবে কিনা। দুনিয়াতে কেউ কাউকে ষোলো আনা ভালোবাসে না বিশ্বাস করে না করবে না। তারপরও জীবন চলার জন্য সম্পর্কের গুরুত্ব অনেক গুরুত্বপূর্ণ।

তবে খুব কাছের বন্ধুকে টাকাপয়সা ধার দেওয়া থেকে দূরে থাকুন। আর যদিও দেন তাহলে সেই টাকা পাওয়ার আশা করে না দেওয়া উওম। কেন না বন্ধুদের সাথে সম্পর্ক নষ্ট হওয়ার জন্য টাকার ভূমিকা অপরিসীম।

কারো সাথে যদি সম্পর্ক নষ্ট হয় এটা নিজে জল গোলা করার কিছুই নেই। ভেবে নিবেন এই দুনিয়াতে সম্পর্ক হলো ঋতুর মত—সময়ের প্রয়োজনে পরিবর্তন বাধ্যতামূলক।

তবে পরিশেষে একটা কথাই বলবো। হাজারো প্রতিকূলতার মাঝে কখনো সম্পর্ক নষ্ট করার চেষ্টা করবেন না। চেষ্টা করবেন যেভাবেই হোক সম্পর্ক টিকিয়ে রাখবেন। তাহলে ইনশাআল্লাহ একদিন আপনি আমি আমরা একটা সফল সুন্দর ও ভালো দিন দেখবো।