Total Pageviews

Monday, 19 May 2025

নুর হাসান সন্দ্বীপীর কবিতা "প্রতীক্ষা"

আমাদের এককোটি বছর পর দেখা হোক,
হয়তো কোনো বেঞ্চে বসা,
হাতে থাকুক একটি কবিতার বই—

তোমার প্রিয় কবির অথবা আমার লেখা কোনো অজানা পঙক্তি।
চায়ের কাপ থেকে উঠুক ধোঁয়া—
স্মৃতির মতো ধীরে ধীরে মিলিয়ে যাওয়া কিছু কথা।
সকাল থাকুক—শিশিরে ভেজা হৃদয়ের মতো,
দুপুর হোক অলস—হৃদয়ের গভীরে জমে থাকা নিঃশব্দ ডাক।
বিকেল নামুক হালকা রোদে—চোখের পাতায় পুরোনো চিঠির ছায়া ফেলে।
আর সন্ধ্যা? নাইবা আসুক,
কোনো এক আলোছায়ার মোহে আমরা হারিয়ে যাই
তবুও—তোমায় কাছে পাওয়া হোক।
এই অপেক্ষার নাম হয়তো "এককোটি বছর",
তবু যদি সে আসে,
চুপিচুপি, কোনো শান্ত সকালে—
তবে সেই দিনই হোক আমাদের নতুন প্রথম দিন।