Total Pageviews

Thursday, 14 November 2019

নুর হাসান সন্দ্বীপী'র কবিতা 'খিদে'

হুট কইরা লই চিবাইতে চুবাইতে
নানান ভাবে খাইয়া দেখছি - যায়।
খাড়া কইরা বইসা শুইয়া খাইলেও হয়
খুইলা খাইলেও সমস্যা নাই - যায়।

খাইতে তাকাইতে নাই
এদিক ঐদিক নাই
উপরের দিকতো নাই-ই..!

চুইষা খাওয়া যায় - সম্ভব
চোষার সময় আওয়াজ করতে নাই
খাইয়া জীবন বাঁচানো যায়
মইরা যাওয়াতো সম্ভব - হুম!

খাইতে লজ্জা নাই লজ্জা থাকতে নাই
লজ্জা থাইকা লাভ নাই...
শীতকাল গরমকাল বর্ষাকাল নাই
সারাবছর খাওয়া চাই...।
খাইতে লজ্জা নাই, খাওয়া ছাড়া জীবন যায়।

No comments:

Post a Comment