Total Pageviews

Monday, 20 January 2020

নুর হাসান সন্দ্বীপী'র কবিতা 'খুব জানতে ইচ্ছে করে'

খুব জানতে ইচ্ছে করে—
কখনো কি তুমি ভেবেছো আমায় নিয়ে?
খুব জানতে ইচ্ছে করে—
কখনো কি চেয়েছো দুটি মন মিশুক একাকার হয়ে?

খুব বলতে ইচ্ছে করে—
কাঁজল কালো দু'চোঁখের দিকে তাকিয়ে...
খুব শুনতে ইচ্ছে করে—
গোলাপ রাঙা ঠোঁটের হাসি।

সত্যি বলছি অভিনয় নয়
এখনো আগের মত ভালোবাসি

খুব জানতে ইচ্ছে করে—
তুমি কি এখনো শুনো?
নজরুলের লেখা সেই গান?
হাতে হাত রেখে দুজনেমিলে,
জোৎনাভরা রাতে গেয়ে ছিলাম।

খুব জানতে ইচ্ছে করে—
এখনো সূর্য ডুবার আগে অপেক্ষায় থাকো?
হয়তো-বা আমি আসবো বসবো তোমার সাথে!
নীরবে অভিমান ভেঙে দেখবো সূর্যের শেষ মুহুর্ত!

হয়তো অপেক্ষা করা ভুলে গেছো
ভুলে যাচ্ছো স্মৃতি ভরা হাজারো রাত
কেন না আমি কি তোমার স্বর্গবাসী ছিলাম?

ভুলে যাওয়া নতুন কিছু নয়
বরং ভুলে যাওয়া হলো তোমাদের সভাব!
ভালোবাসার মাঝে আমি বেঁচে থাকবো হইয়ো না অবাক—

Sunday, 12 January 2020

নুর হাসান সন্দ্বীপী'র কবিতা 'স্বপ্নে প্রিয়া তুমি'

মোর রাতের আকাশের চাঁদ গো তুমি
মোর রাতের গহিনের স্বপ্নে তুমি, হে পরদেশিনি।
আকাশে শিশির ঝরে, বলে ঝরে ফুল
তোমারে ভালোবেসে করিনিকো কোন ভুল।

উল্কার মানিক ছিঁড়ে ঝরে পড়ে যায়,
আঁখি জলে তুই নেমে আয়।
বুকে ছেড়ে নয়ন পাতায়...

অন্তহীন শূন্যতারে কত আর,
রাখিবি-রে কুয়াশায় ঢাকি?
ভিখারী সাজিলি যদি,
কেন তবে মোর দ্বারে...

এসে এসে ফিরে যাস নিতি অন্ধকারে?
অন্ধকার ছেড়ে আলোতে ফিরে আয়।
আমার হ্নদয়ে গহিনে তুই ছিলি,
রবি শুধু তুই শোনে যা প্রিয়া।

উড়ে চলে যায় যদি কখনো পাঁখির মত
পাবি নারে তুই মোরে এই জনমে দেখা।

মোর জীবনের সকালে সন্ধ্যা,
আদারের রাতে হে প্রিয়শি তুই সাথী
এই কথা রেখে বুকে ধরে
রাখিবো বুকে গাথি...