খুব জানতে ইচ্ছে করে—
কখনো কি তুমি ভেবেছো আমায় নিয়ে?
খুব জানতে ইচ্ছে করে—
কখনো কি চেয়েছো দুটি মন মিশুক একাকার হয়ে?
খুব বলতে ইচ্ছে করে—
কাঁজল কালো দু'চোঁখের দিকে তাকিয়ে...
খুব শুনতে ইচ্ছে করে—
গোলাপ রাঙা ঠোঁটের হাসি।
সত্যি বলছি অভিনয় নয়
এখনো আগের মত ভালোবাসি
খুব জানতে ইচ্ছে করে—
তুমি কি এখনো শুনো?
নজরুলের লেখা সেই গান?
হাতে হাত রেখে দুজনেমিলে,
জোৎনাভরা রাতে গেয়ে ছিলাম।
খুব জানতে ইচ্ছে করে—
এখনো সূর্য ডুবার আগে অপেক্ষায় থাকো?
হয়তো-বা আমি আসবো বসবো তোমার সাথে!
নীরবে অভিমান ভেঙে দেখবো সূর্যের শেষ মুহুর্ত!
হয়তো অপেক্ষা করা ভুলে গেছো
ভুলে যাচ্ছো স্মৃতি ভরা হাজারো রাত
কেন না আমি কি তোমার স্বর্গবাসী ছিলাম?
ভুলে যাওয়া নতুন কিছু নয়
বরং ভুলে যাওয়া হলো তোমাদের সভাব!
No comments:
Post a Comment