মোর রাতের আকাশের চাঁদ গো তুমি
মোর রাতের গহিনের স্বপ্নে তুমি, হে পরদেশিনি।
আকাশে শিশির ঝরে, বলে ঝরে ফুল
তোমারে ভালোবেসে করিনিকো কোন ভুল।
উল্কার মানিক ছিঁড়ে ঝরে পড়ে যায়,
আঁখি জলে তুই নেমে আয়।
বুকে ছেড়ে নয়ন পাতায়...
অন্তহীন শূন্যতারে কত আর,
রাখিবি-রে কুয়াশায় ঢাকি?
ভিখারী সাজিলি যদি,
কেন তবে মোর দ্বারে...
এসে এসে ফিরে যাস নিতি অন্ধকারে?
অন্ধকার ছেড়ে আলোতে ফিরে আয়।
আমার হ্নদয়ে গহিনে তুই ছিলি,
রবি শুধু তুই শোনে যা প্রিয়া।
উড়ে চলে যায় যদি কখনো পাঁখির মত
পাবি নারে তুই মোরে এই জনমে দেখা।
মোর জীবনের সকালে সন্ধ্যা,
আদারের রাতে হে প্রিয়শি তুই সাথী
এই কথা রেখে বুকে ধরে
রাখিবো বুকে গাথি...
Total Pageviews
Subscribe to:
Post Comments (Atom)
-
বালিকা তোমারি জন্য স্বপ্ন দেখে, হৃদয়ের ক্যানভাসে করেছি স্বপ্নের পাহাড় জানি না বালিকা কখনো কি হবে তুমি আমার? বালিকা, তোমারি জন্য কবিতা লিখে হ...
-
এই শুনছো? হয়তো-বা কখনো বলা হবে না! নিস্তব্ধ নীরব হয়ে যাবে দেহের শিরা— চলবেনা দু'টো পা, হাতটাও বলবে আর পারছি না। তবুও কেন জানি,কেন জানি ম...
-
ওগো প্রিয় সিনী, ওগো স্বপ্ন হরিণী সন্ধ্যায় আকাশে চাঁদ ছিলো না, ছিলো না রাতে ধ্রুবতারা। বুকের মাঝে কষ্ট ছিলো না, দুজনের মান...
-
বহুদিন ধরে অপেক্ষা, হঠাৎ মাঝপথে দেখা— তোমার দিকে তাকিয়ে রঙধনুর সাত রঙ দেখা এযেন মহান রবের অপরুপ সৃষ্টি। হঠাৎ করে অঝোরে নামলো ভালবাসার বৃষ্টি...
-
আমিতো সেই ছোট্টবেলা থেইকা— কবিতার সামনেপিছনে ঘুরাঘুরি কইরা বহুবার প্রেমেজর্জরিত হইছি! তবে, কবিতা তখন পাত্তাই দেই নাই বুঝি নাই,বুঝতাম না— প্র...
-
সেই রাতের কথা মনে আছে নিশ্চয়ই? হ্যাঁ– মনে থাকার কথা! আমি কিন্তু ভুইলা যাওয়ার লোক না। চাঁদের আলোতে মিটমিট কইরা এক পা দু'পা চালাইয়া গেছিলা...
-
তোমারে লইয়া একটা রাত ঘুরতে চাই, শহরের অলিতে-গলিতে এদিক ঐদিক যায়! খোলাচুল—কাঁচাপাতি চিনি ছাড়া অথবা চিনি সহ এককাপ চা বা কফি ভিতরে ডুবতে ডুবতে—...
-
বিশ্ববাসীর কাছে সমকালীন পরিচিত একটি মহামারী রোগের নাম "করোনাভাইরাস"। এই করোনাভাইরাসের জন্ম চীনে— কেউ কেউ ধারণা করছে এই ভাইরাস চ...
-
— নুর হাসান সন্দ্বীপী [০৪-০৮-২০২০ইং] বাংলাদেশ একটি স্বাধীন রাষ্ট্র। বিশ্বের ইতিহাসে একটি দেশ স্বাধীনতা লাভ করার জন্যে যুদ্ধ করেছে এটা বিরল ...
-
তোমার খোঁজ পাচ্ছি না বাড়ীর আশপাশে ঘুরছি এদিক ওদিক করেও পাচ্ছি না— ব্যস্তময় সময় যেন আরো ব্যস্ত লাগছে। তুমি কি এখানে আছো, নাকি চলে গেছো কোন ব্...
No comments:
Post a Comment