Total Pageviews

Sunday, 12 January 2020

নুর হাসান সন্দ্বীপী'র কবিতা 'স্বপ্নে প্রিয়া তুমি'

মোর রাতের আকাশের চাঁদ গো তুমি
মোর রাতের গহিনের স্বপ্নে তুমি, হে পরদেশিনি।
আকাশে শিশির ঝরে, বলে ঝরে ফুল
তোমারে ভালোবেসে করিনিকো কোন ভুল।

উল্কার মানিক ছিঁড়ে ঝরে পড়ে যায়,
আঁখি জলে তুই নেমে আয়।
বুকে ছেড়ে নয়ন পাতায়...

অন্তহীন শূন্যতারে কত আর,
রাখিবি-রে কুয়াশায় ঢাকি?
ভিখারী সাজিলি যদি,
কেন তবে মোর দ্বারে...

এসে এসে ফিরে যাস নিতি অন্ধকারে?
অন্ধকার ছেড়ে আলোতে ফিরে আয়।
আমার হ্নদয়ে গহিনে তুই ছিলি,
রবি শুধু তুই শোনে যা প্রিয়া।

উড়ে চলে যায় যদি কখনো পাঁখির মত
পাবি নারে তুই মোরে এই জনমে দেখা।

মোর জীবনের সকালে সন্ধ্যা,
আদারের রাতে হে প্রিয়শি তুই সাথী
এই কথা রেখে বুকে ধরে
রাখিবো বুকে গাথি...

No comments:

Post a Comment