Nur Hasan Sandwipy™
Total Pageviews
Monday, 17 February 2020
নুর হাসান সন্দ্বীপী'র কবিতা 'তোমার হতে চাই'
আমি তোমার হতে চাই চিন্তায় চেতনায়
ঠোঁটের হাসি হতে চাই চব্বিশ ঘন্টায়
হয়তো তোমার চুলের খোপা হবো—
হয়তো'বা দুচোঁখের কোণের–কাজল
জড়িয়ে ধরে রেখো
আসতে দিও না জল—
তোমার কে দিতে চাই রেশমি চুড়ি
—তাঁতের শাড়ী
—রক্তজবা
—পদ্মফুল
ভালবাসায় মোড়ানো ছোটখাটো ভুল।
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
নুর হাসান সন্দ্বীপী'র কবিতা 'বালিকা'
বালিকা তোমারি জন্য স্বপ্ন দেখে, হৃদয়ের ক্যানভাসে করেছি স্বপ্নের পাহাড় জানি না বালিকা কখনো কি হবে তুমি আমার? বালিকা, তোমারি জন্য কবিতা লিখে হ...
নুর হাসান সন্দ্বীপী'র কবিতা 'কথা'
এই শুনছো? হয়তো-বা কখনো বলা হবে না! নিস্তব্ধ নীরব হয়ে যাবে দেহের শিরা— চলবেনা দু'টো পা, হাতটাও বলবে আর পারছি না। তবুও কেন জানি,কেন জানি ম...
নুর হাসান সন্দ্বীপী'র কবিতা 'প্রিয় সিনী'
ওগো প্রিয় সিনী, ওগো স্বপ্ন হরিণী সন্ধ্যায় আকাশে চাঁদ ছিলো না, ছিলো না রাতে ধ্রুবতারা। বুকের মাঝে কষ্ট ছিলো না, দুজনের মান...
নুর হাসান সন্দ্বীপী'র কবিতা 'বৃষ্টি ও কবিতা'
বহুদিন ধরে অপেক্ষা, হঠাৎ মাঝপথে দেখা— তোমার দিকে তাকিয়ে রঙধনুর সাত রঙ দেখা এযেন মহান রবের অপরুপ সৃষ্টি। হঠাৎ করে অঝোরে নামলো ভালবাসার বৃষ্টি...
নুর হাসান সন্দ্বীপী'র কবিতা 'কবিতায় প্রেম'
আমিতো সেই ছোট্টবেলা থেইকা— কবিতার সামনেপিছনে ঘুরাঘুরি কইরা বহুবার প্রেমেজর্জরিত হইছি! তবে, কবিতা তখন পাত্তাই দেই নাই বুঝি নাই,বুঝতাম না— প্র...
নুর হাসান সন্দ্বীপী'র কবিতা 'তোমার দেখা নাই'
সেই রাতের কথা মনে আছে নিশ্চয়ই? হ্যাঁ– মনে থাকার কথা! আমি কিন্তু ভুইলা যাওয়ার লোক না। চাঁদের আলোতে মিটমিট কইরা এক পা দু'পা চালাইয়া গেছিলা...
নুর হাসান সন্দ্বীপী'র কবিতা 'একটি রাত'
তোমারে লইয়া একটা রাত ঘুরতে চাই, শহরের অলিতে-গলিতে এদিক ঐদিক যায়! খোলাচুল—কাঁচাপাতি চিনি ছাড়া অথবা চিনি সহ এককাপ চা বা কফি ভিতরে ডুবতে ডুবতে—...
করোনাভাইরাস ও সমকালীন বাংলাদেশ
বিশ্ববাসীর কাছে সমকালীন পরিচিত একটি মহামারী রোগের নাম "করোনাভাইরাস"। এই করোনাভাইরাসের জন্ম চীনে— কেউ কেউ ধারণা করছে এই ভাইরাস চ...
বিচারবহির্ভূত হত্যাকান্ড একটি দেশের আইনের মেরুদণ্ড হীনতার চিহ্ন
— নুর হাসান সন্দ্বীপী [০৪-০৮-২০২০ইং] বাংলাদেশ একটি স্বাধীন রাষ্ট্র। বিশ্বের ইতিহাসে একটি দেশ স্বাধীনতা লাভ করার জন্যে যুদ্ধ করেছে এটা বিরল ...
নুর হাসান সন্দ্বীপী'র কবিতা "শেষ চিঠি"
তোমার খোঁজ পাচ্ছি না বাড়ীর আশপাশে ঘুরছি এদিক ওদিক করেও পাচ্ছি না— ব্যস্তময় সময় যেন আরো ব্যস্ত লাগছে। তুমি কি এখানে আছো, নাকি চলে গেছো কোন ব্...
No comments:
Post a Comment