Total Pageviews

Monday, 17 February 2020

নুর হাসান সন্দ্বীপী'র কবিতা 'তোমার হতে চাই'

আমি তোমার হতে চাই চিন্তায় চেতনায়
ঠোঁটের হাসি হতে চাই চব্বিশ ঘন্টায়
হয়তো তোমার চুলের খোপা হবো—
হয়তো'বা দুচোঁখের কোণের–কাজল
জড়িয়ে ধরে রেখো
আসতে দিও না জল—

তোমার কে দিতে চাই রেশমি চুড়ি
—তাঁতের শাড়ী
—রক্তজবা
—পদ্মফুল
ভালবাসায় মোড়ানো ছোটখাটো ভুল।

No comments:

Post a Comment