Total Pageviews

Monday, 3 February 2020

নুর হাসান সন্দ্বীপী'র কবিতা 'সমকালীন নেতা'

সবাই নেতা হতে চাই
কিন্তু—
সঠিক নেতৃত্ব দিতে চাই না।

সবাই নেতা হতে চাই
কিন্তু—
সুখেদুখে কর্মীদের খোজখবর নিতে চাই না।

সবাই নেতা হতে চাই
কিন্তু—
কর্মী ভালো পজিশনে যাক সেটা চাই না।

সবাই নেতা হতে চাই
কিন্তু—
ত্যাগী ও মূল্যবান কর্মী গুলো মূল্যায়ন হয় না।

সবাই নেতা হতে চাই
কিন্তু—
টাকাপয়সা ছাড়া এদিক ঐদিক বুঝে না।

সবাই নেতা হতে চাই
কিন্তু—
কর্মীরা জেল হাজতে গেলে ধান্দা ছাড়া কিচ্ছু বুঝে না।

সবাই নেতা হতে চাই
কিন্তু—
নেতা হওয়ার যোগ্যতা রাজপথ থেকে অর্জন করে না।

সবাই নেতা হতে চাই
কিন্তু—
ফেসবুক ছাড়া রাজপথ বুঝে না।

সবাই নেতা হতে চাই
কিন্তু—
নেতা হওয়ার যোগ্যতা সকলের ভিতরে থাকে না।

No comments:

Post a Comment