Total Pageviews

Wednesday, 7 October 2020

নুর হাসান সন্দ্বীপী'র কবিতা "সমকালীন বাস্তবতা"

আরো নারী নির্যাতিত হবে,
আরো নারী হবে বিবস্ত্র—
প্রতিদিন ধর্ষণের শিকার হচ্ছে নারী
মাঝে মাঝে ধর্ষিত হয় বৃদ্ধা-শিশু মিথ্যাচার নয় বাস্তবতা দেখুন।

সবাই বিচার চায় প্রধানমন্ত্রীর কাছে
কেউ স্থানীয় জনপ্রতিনিধি মাঝে,
কেউ কেউ বিচারের জন্যে রাস্তায় নামে—রাস্তায় রাস্তায় ঘুরে।
তবুও কেন বিচারের জন্যে চিৎকার করে মানুষ
রাষ্ট্র যন্ত্রের বিচার বিভাগ কি অন্ধ?

মানুষ গুলো রাষ্ট্রের কাছে বিচার চেয়েও বিচার পায় না
বিচার বিভাগের ঘুম বেড়েছে দুগুণ—

আরো নারী ধর্ষিত হবে, ধর্ষিত হচ্ছে মানুষের বিবেক
হত্যায় মেতেছে বন্ধুরাষ্ট্র, সিমান্ত হত্যার কথা বলা যাবেনা বলা যে মহাপাপ—

এই রাষ্ট্রের দালালী করা যাবে না, করতে হবে বন্ধুরাষ্ট্রের।
না হলে তবে হতে হবে লাশ, তোমার উপরে করা হবে জেল-জুলুম

তুমি ধর্ষণ নিয়ে বলতে পারবে না, তুমি ধর্ষণ নিয়ে কথা বলার কেউ না!
তুমি চিৎকার করার কে? তোমরা জনগণ সমালোচনা করার কে?
অধিকার কি রেখেছে রাষ্ট্র?

আমরা সরকার, রাষ্ট্রের মালিক
জনগণ আছে দিবে হাজারো নালিশ—তাই বলে কি করতে হবে মিমাংসা বসাবো কি সালিশ?

মিডিয়া আমাদের কেনা গোলাম,
টেলিভিশন পত্রিকায় প্রকাশিত হওয়ার আগে জিগ্যেস করতে হয় প্রথম পাতায় কি লিখতাম?

টেলিভিশনের টকশোতে নারীবাদীরা কথা বলে
বাস্তবতায় শূন্য, নারীরা নারীদের পতিতা বানায় মাঝে মাঝে বানায় পণ্য।

রাষ্ট্রের মাঝে থাকতে চাও, দু'বেলা দুমুঠো খেয়ে বাঁচতে চাও অন্ন?
করতে হবে দৃষ্টির অপচয়, সরকারি দলের প্রিয় হলেও জনগণের কাছে তুমি জঘন্য।

রাষ্ট্রে বিচার বহির্ভূত হত্যা হয়, রাষ্ট্র করে গুম খুন নির্যাতন—
কবি-শিল্পী-লেখক-সুশীলেরা বাঁচতে চাই—ওদেরো ভয় করে রাষ্ট্র যদি করে গুম।

No comments:

Post a Comment