সোনায় হাত রাখিয়া কইবার পারে না খাঁটি
বহু জিনিসপত্র আছে ― দেখছি!
দেইখা মনে হয় মাটি ― পুরাই দুর্নীতি।
সোনা খাওয়ার জিনিস না
সোনা কেউ খাইবার পারে না
ব্যবহার করতে হয়।
ব্যবহার করিয়া জ্বালা মিটাইতে হয়
হাতে পায়ে গলায় পড়তে দেখছি
আবার নাকেও পড়ে ঐডা নাকি মূল্যবান
কেউ সোনা ধরিয়া খায়
কেউ সোনা করিয়া খায়
হ - সত্যি! পুরাই খাঁটি।
মুরুব্বীরা কইছিলো...
পোলাপাইন মুরুব্বী মানবার চায় না
মুরুব্বীর কথা জানবার চায় না
মুরুব্বীরে শুনবারতো চাই-ই না।
সোনা নানান রকম আছে জানো?
সাদা লাল সোনালী হয় ― কালা আছে নাকি?
জানি না জানবার চাই না
জানাইতে চাই না!
তবে সোনা ছাড়া পুরুষ থাকিলেও
নারী থাকিতে পারে না পারবো না।
নারীর অহংকার নারীর অলংকার
No comments:
Post a Comment