বালিকা তোমারি জন্য স্বপ্ন দেখে,
হৃদয়ের ক্যানভাসে করেছি স্বপ্নের পাহাড়
জানি না বালিকা কখনো কি হবে তুমি আমার?
বালিকা, তোমারি জন্য কবিতা লিখে
হতে চেয়েছি প্রেমের কবি...
জানিনা ছাপা হবে কিনা গল্প,উপন্যাস ও ছবি।
বালিকা তোমারি জন্য নিশি জেগেছি
কত রাত কেঁদেছি গেয়েছি বিরহের গান
কখনো আমি হতে চাইনি তোমার মান-অভিমান।
বালিকা রাখতে চেয়েছি তোমাকে সুখি
যদিও আমার আকাশ খানা অনেক দুঃখী
বাসতে চেয়েছি তোমাকে ভালো...
তুমি অভিমুখী ঐ দূর আকাশের মেঘের মত কালো।
কখনো মোরে বুঝোনি, বুঝোনি মোর ভাষা,
আমি হতে চেয়েছিলাম তোমার আশা ও ভালোবাসা
এখনো তোমাকে নিয়ে স্বপ্ন দেখি,
লিখি কবিতা তুমি আমার উপন্যাসের মূল চরিত্র
No comments:
Post a Comment