Total Pageviews

Saturday, 16 November 2019

নুর হাসান সন্দ্বীপী'র কবিতা 'স্মৃতি ও স্বপ্ন'

সেই স্মৃতি মাখা স্বপ্ন,জোছনা ঝরা রাতে
হাতে হাত রাখিনি বলে, অভিমানে ঝড়ে ছিলো অশ্রু
এখনো কি মনে পড়ে আমার কথা?

আমি তোমার গভীরতায় ছিলাম তুমি আমাতে মগ্ন
মুখে ছিলো না কোন কথা, দুঠোঁটে নিরবতা
এখনো কি মনে পড়ে আমার কথা?

চঁন্দ্র সাক্ষী ছিলো, ছিলো রাতের তারা
মানঅভিমানে কেটে গেলো ছিলো না কেউ পাহারা
এখনো কি মনে পড়ে আমার কথা?

হঠাৎ করে চলে যাওয়াতে বৃষ্টি অশ্রুপাতে
মানঅভিমান ভুলে জোৎস্না ভরা রাতে
এখনো কি মনে পড়ে সেই কথা?

হয়তো আর ছোঁয়া নেওয়া হবে না শরীরের গন্ধ
মোরা দুইজন দু'জনের হতে ভালোবাসায় ছিলাম অন্ধ।
এখনো কি মনে পড়ে সেই রাতের কথা?

তুমি আমার আমি তোমার দুজনের দুনিয়া নয়
দুনিয়াতে দুজন মিলেমিশে এক হয়...
চন্দ্রসূর্য কেউ কারো নয় তবুও আলো দিয়ে যায় দিবারাত্রি
ভালোলাগায় ভালোবাসার সৃষ্টি ভালোবাসাতে নেই ক্ষতি

জানি মনে পড়বে না ফিরে আসবে না
তবুও মনে আসলে স্বরণে রাখিও আমার
আমি তোমার হতে চেয়েও পেলাম না তোমায়
এখন আর মনে করো না আমার কথা
আমি তোমার কেউ ছিলাম না মেনে নাও বাস্তবতা

No comments:

Post a Comment