Total Pageviews

Tuesday, 26 November 2019

এখনো তোমাকে ভালোবাসি,ভালোবাসা ছেড়ে যায় না মানুষ মানুষকে ছেড়ে যায় - নুর হাসান সন্দ্বীপী

আমি একদিন তোমার জন্য পাগল ছিলাম।আসলে পাগলামোটা শুধু তোমার শরীরের জন্যে নয়।তোমার দেহের ভিতরে থাকা মনের জন্যে।

তোমার কাঁজল কালো দু'চোঁখ দিয়ে আমি রঙিন ভুবনের মাঝে বেঁচে থাকার স্বপ্ন দেখতাম।স্বপ্নে ও বাস্তবে নায়িকা হিসেবে শুধু তোমাকে চাইতাম।

জানি হয়তো তুমি আমার কথা গুলো শুনে মিটমিট করে হাসি দিয়ে উড়িয়ে দিতে।মনে মনে বলতে হয়তো আমি তোমার সাথে অভিনয় করতেছি।আসলে আমি যে একজন অভিনেতা। তুমি বিশ্বাস রাখতে কি রাখতে না আমি সেইদিকে না তাকিয়ে শুধু তোমাকে ভালোবেসে যেতাম।

হঠাৎ কালবৈশাখি ঝড়ের তান্ডবে অবিশ্বাসের খেলা শুরু হলো।জন্ম নিলো তোমার মনে বিষাক্ত জল্পনা।সেই জল্পনার কারণে আমি তোমার কল্পনার জগৎ থেকে হারিয়ে গিয়েছি।তোমার হ্নদয়ে বসবাস করতে শুধু করলো অন্যকেউ।

তবে তুমি কি একটুও খেয়াল করোনি? তোমার কাছে আমি হেরে গেলেও ভালোবাসার সাগরে নেমেও আমি হেরে যায়নি। জীবনের শেষ সময় পযন্ত তোমাকে ভালোবেসে গিয়েছি।তুমি আমাকে ছেড়ে চলে যাওয়ার পরেও আমি তোমাকে একটু বারের জন্যেও ভুলতে পারিনি। জি হ্যাঁ এটাই সত্যিকারের ভালোবাসা।

শুনো সত্যিকারের ভালোবাসা কখনো মরে না।ছেড়ে চলে যায় না।মানুষ মানুষকে ছেড়ে যায়।ভালোবাসা শুধু রয়ে যায় নিরবতায়...

- নুর হাসান সন্দ্বীপী | ২৬/১১/১৯ইং | সন্দ্বীপ

No comments:

Post a Comment