চোর রাত্রির বেলার যাত্রী না
চোরের কোন জাত নাই
ধর্মীয় জ্ঞান থাকলেও ধর্ম নাই
চোরদের উদ্দেশ্য কইরা সাধারণ মানুষ
চোর শুধুই চোর— চোর চোরি
এরা দিনে করে, রাত্রেও করে—
ঘরে ঘরের বাহিরে, হাটে ঘাটে মাঠে
নানান গুরুত্বপূর্ণ অগুরুত্বপূর্ণ জায়গাতে
শুয়ে-বসে-উপুত কইরাও করে,
খাটের উপরে খাটের নিচেও ধরে।
এটা তাদের পেশা এটাই একমাত্র নেশা
চোর চুরি করিয়া পাকাপোক্ত হইবার পরে অন্য কিছু করে—
জানেন? জানেন না? জানবার চান না? নাকি শুনিয়া ভয় পাইয়া যাইবেন?
চোর চুরি করিতে করিতে হয় পাকাপোক্ত
চোর যদিও মাঝেমাঝে নিজের কাজে নিজে বিরক্ত,
রক্ত গরম-পাগল মন-মাতালের মতন—
হঠাৎ আসে চিন্তাভাবনা এইভাবে আর না
করিতে হইবো অর্জন কিছু না কিছু দিবো বিসর্জন
ধরলো ডাকাতি করতেছে মানুষের ক্ষতি
এইভাবে তোদিন অন্ধের মত চলতে পারে না
সাধারণ মানুষের মাঝে আসে এমন চিন্তাভাবনা।
করিতে হইবো প্রতিহত এইভাবে আর কত?
চোর ডাকাত বুঝিতে পারিয়া হয় সোজা
বলে আমরা নয়তো দেশ সমাজের বোঝা
চোর থেইকা ডাকাত- ডাকাত থেইকা খুনি
চোর ডাকাত খুনি ছাড়া হয় নাকি রাজনীতি?
রাজনীতির মাঝে আইসা এরা করে সমস্যা কেননা নাইতো যোগ্যতা—
নির্বাচন আসলে ভোট ডাকাতি করবে এটাই বাস্তবতা।
No comments:
Post a Comment