Total Pageviews

Friday, 21 February 2020

নুর হাসান সন্দ্বীপী'র কবিতা 'একুশের কবিতা'

একটা কবিতা লিখতে চাই
একটা ছবি আঁকতে চাই
একটা গল্প বলতে চাই—

তবে কবিতা লিখা হচ্ছে না
ছবি আঁকতে দিচ্ছে না
গল্প করতে চাচ্ছি না—

আমার ভাইয়ের রক্তের রঞ্জিত রাজপথ
তবেও কেন বলা হয় বাংলা ছেড়ে ইলিশ মিডিয়াম পড়?
সালাম-রফিক-সফিক-জব্বারের ঝাড়ছে তাঁজা প্রাণ
গানবাজনা ডিজে পার্টি দিয়ে কেন করো অপমান?

ফুলের মালা দাও—
খালি পায়ে হেঁটে যাও—
তবে কেন একুশের পরে আবার ভুলে যাও?

তারা মায়া কান্না চায় না—
তারা ভালোবাসা পায় না—
তারা বলে না সম্মান করো—
তারা তখনো বলেছিলো এখনো বলে একদিনের জন্যে নয়
সারাজীবনের জন্যে বাংলাটারে আক্রে ধরো।

No comments:

Post a Comment