Total Pageviews

Friday, 20 March 2020

নুর হাসান সন্দ্বীপী'র কবিতা 'কবিতার জন্যে কবিতা'

কবিতা—
ও কবিতা শুনছো?
তোমাকে নিয়ে কবিতা লিখতে চাই
কবিতার ছন্দের সাথে মোড়াতে চাই জীবন।

কবিতা—
ও কবিতা শুনছো?
তুমি আমি,আমি তুমি বারান্দায় বসে
বিকালের চায়ের আড্ডায় খুনসুটির আপনজন

কবিতা—
ও কবিতা শুনছো?
লেখা কবিতায় আছে মায়া মাখা
ভালোবেসে হাজারো স্বপ্নগাঁথা

কবিতা—
ও কবিতা—কবিতা
পূঁণিমার চাঁদে আলো গায়ে জড়িয়ে
হাতে হাত রেখে জীবনের শেষ পযন্ত যেতে চাই হারিয়ে।

কখনো নিরব কবি হবো, কখনো তুমি পাঠক
মাঝে মাঝে মনের সাথে হবে বৈঠক—

কবিতা—
ও কবিতা—কবিতা
আমাকে আগলে রাখবে? জীবনের শেষ রক্তকণায় জড়িয়ে।
আমাকে নিয়ে যাবে হৃদয়ের গরীবে?

হয়তো তোমার ভালোবাসার অসহায়—
তোমার জন্যে পাগল প্রায়, হাঁসির কারণ হতে চাই
ভাবতে ও ভাবাতে চাই আমি প্রথম আমি শেষ এটাই।

Friday, 13 March 2020

নুর হাসান সন্দ্বীপী'র কবিতা 'হঠাৎ দেখা পরী'

তোমাকে দেখার বহুদিনের ইচ্ছে—
কখনো দেখা হয় নাই!
হয়েছিলো? হবে?
হয়তো হয়েছিলো—

বহুদিন আগে কোন এক রাস্তায়
বহু মানুষের ভিড় ছিলো না
গ্রামের রাস্তা বলে কথা।

তোমাকে কাছ থেকে দেখবো বলে
বহু আশা ভরে রেখেছিলাম বুক
ঘুরাঘুরি—হেটে চলা—কথায় কথায়
বহুবার চেষ্টা করেও—
হয়েছিলো? হয় নাই!

তবে আজ হঠাৎ করে
পরী হয়ে সামনে আসলে?
তুমি কি বলেছিলে আসবে?
বলো নাই—
হঠাৎ করে—

আমিও জানি না দেখা হবে
বুঝি নাই ওটা তুমি ছিলে!
তুমি হেটে যাচ্ছো সবকিছু এলোমেলো—
মায়াবী লাগছিল, ইচ্ছে করছিলো বলতে।

তবে হলো না—
লোকালয়ে ছিলো মানুষের ভিড়
তুমি হেটে হেটে আমি গাড়িতে
তাকিয়ে ছিলাম একজন আরেকজনের দিকে।

মেনে নিলাম তুমিও কি নিয়েছো?
হুম এটাই হয়তো আমাদের শেষ দেখা!
যদিও কখনো কোন লোকালয়ে দেখা হয়ে যায়
আমি তখনো মেনে নিবো এটাই হয়তো বিধাতার ইচ্ছা—

Tuesday, 10 March 2020

নুর হাসান সন্দ্বীপী'র কবিতা 'ছোঁয়া'

আহা এ-কি ছোঁয়া?
নিশ্চুপ চারিদিক—
মনের স্পর্শে মন ছুঁয়ে যায়
দিবারাত্রির ভালোবাসায়।

আহা এ-কি ছোঁয়া?
নিশীদিন শিহরণে কাঁটে বেলায়—
হয়তো পাঁখি হয়ে রঙধনুর আকাশে উড়বো দু'জনে।
হয়তো শঙ্কচিল হয়ে দেশ থেকে দেশান্তরে
আহা এ-কি ছোঁয়া?

তুমি আমি মিলেমিশে গল্প বুনেছি
আমি তুমি এক হয়ে স্বপ্ন দেখেছি
ভেবেছিলাম এঁকেছিলাম মনের কাগজে
আহা এ-কি ছোঁয়া ভালবাসার?

হাতে হাত রেখে—
মন পিঞ্জিরার দুয়ার খুলে
একের পরে এক
বলে চলেছি না বলা কথা
আহা এ-কি ছোঁয়া মধুর স্বপ্নগাঁথা।