কবিতা—
ও কবিতা শুনছো?
তোমাকে নিয়ে কবিতা লিখতে চাই
কবিতার ছন্দের সাথে মোড়াতে চাই জীবন।
কবিতা—
ও কবিতা শুনছো?
তুমি আমি,আমি তুমি বারান্দায় বসে
বিকালের চায়ের আড্ডায় খুনসুটির আপনজন
কবিতা—
ও কবিতা শুনছো?
লেখা কবিতায় আছে মায়া মাখা
ভালোবেসে হাজারো স্বপ্নগাঁথা
কবিতা—
ও কবিতা—কবিতা
পূঁণিমার চাঁদে আলো গায়ে জড়িয়ে
হাতে হাত রেখে জীবনের শেষ পযন্ত যেতে চাই হারিয়ে।
কখনো নিরব কবি হবো, কখনো তুমি পাঠক
মাঝে মাঝে মনের সাথে হবে বৈঠক—
কবিতা—
ও কবিতা—কবিতা
আমাকে আগলে রাখবে? জীবনের শেষ রক্তকণায় জড়িয়ে।
আমাকে নিয়ে যাবে হৃদয়ের গরীবে?
হয়তো তোমার ভালোবাসার অসহায়—
তোমার জন্যে পাগল প্রায়, হাঁসির কারণ হতে চাই
ভাবতে ও ভাবাতে চাই আমি প্রথম আমি শেষ এটাই।