আহা এ-কি ছোঁয়া?
নিশ্চুপ চারিদিক—
মনের স্পর্শে মন ছুঁয়ে যায়
দিবারাত্রির ভালোবাসায়।
আহা এ-কি ছোঁয়া?
নিশীদিন শিহরণে কাঁটে বেলায়—
হয়তো পাঁখি হয়ে রঙধনুর আকাশে উড়বো দু'জনে।
হয়তো শঙ্কচিল হয়ে দেশ থেকে দেশান্তরে
আহা এ-কি ছোঁয়া?
তুমি আমি মিলেমিশে গল্প বুনেছি
আমি তুমি এক হয়ে স্বপ্ন দেখেছি
ভেবেছিলাম এঁকেছিলাম মনের কাগজে
আহা এ-কি ছোঁয়া ভালবাসার?
হাতে হাত রেখে—
মন পিঞ্জিরার দুয়ার খুলে
একের পরে এক
বলে চলেছি না বলা কথা
আহা এ-কি ছোঁয়া মধুর স্বপ্নগাঁথা।
No comments:
Post a Comment