Total Pageviews

Friday, 13 March 2020

নুর হাসান সন্দ্বীপী'র কবিতা 'হঠাৎ দেখা পরী'

তোমাকে দেখার বহুদিনের ইচ্ছে—
কখনো দেখা হয় নাই!
হয়েছিলো? হবে?
হয়তো হয়েছিলো—

বহুদিন আগে কোন এক রাস্তায়
বহু মানুষের ভিড় ছিলো না
গ্রামের রাস্তা বলে কথা।

তোমাকে কাছ থেকে দেখবো বলে
বহু আশা ভরে রেখেছিলাম বুক
ঘুরাঘুরি—হেটে চলা—কথায় কথায়
বহুবার চেষ্টা করেও—
হয়েছিলো? হয় নাই!

তবে আজ হঠাৎ করে
পরী হয়ে সামনে আসলে?
তুমি কি বলেছিলে আসবে?
বলো নাই—
হঠাৎ করে—

আমিও জানি না দেখা হবে
বুঝি নাই ওটা তুমি ছিলে!
তুমি হেটে যাচ্ছো সবকিছু এলোমেলো—
মায়াবী লাগছিল, ইচ্ছে করছিলো বলতে।

তবে হলো না—
লোকালয়ে ছিলো মানুষের ভিড়
তুমি হেটে হেটে আমি গাড়িতে
তাকিয়ে ছিলাম একজন আরেকজনের দিকে।

মেনে নিলাম তুমিও কি নিয়েছো?
হুম এটাই হয়তো আমাদের শেষ দেখা!
যদিও কখনো কোন লোকালয়ে দেখা হয়ে যায়
আমি তখনো মেনে নিবো এটাই হয়তো বিধাতার ইচ্ছা—

No comments:

Post a Comment