Total Pageviews

Thursday, 21 May 2020

নুর হাসান সন্দ্বীপী'র কবিতা 'তোমাকে নিয়ে হারাতে চাই'

এই শুনছো?
কখনো কি আকাশ দেখেছো?
ভোরের আকাশ—

একদম নিবিড় নিস্তব্ধ চারিদিক
লোকালয়ে নেই লোকের ভিড়
তুমি আমি আমি তুমি দু'জনে—

হেটে হেটে শিশির ভেজা ভোরে
নদীর কূলে কূলে হাটতে হাটতে
কাশবনের কাশের সঙ্গী হবো।

এই শুনছো?
তোমাকে বলছি—
সকালের সূর্যের সাথে মিলেমিশে দু'জনে পাড়ি জমাবো।

এই শুনছো?
কখনো কি একা একা হেটেছো?
ভোরের কোন সকালে—

তোমাকে নিয়ে হাটছি কাশবনের সঙ্গী হচ্ছি
সূর্যের রশ্মির মাঝে গা ভাসিয়ে—

তবুও কেন জানি শূন্য হৃদয় ভরছে না...
কেন জানি তোমাকে নিয়ে—
তোমাকে নিয়ে হারিয়ে যেতে চাই
দূর থেকে দূর তেপান্তরে...
টেকনাফ থেকে তেতুলিয়ার কোন একস্থানে—

এই শুনছো?
তুমি যাবে আমার সাথে?
নাকি আমাকে নিয়ে হারিয়ে যাবে কোন খানে?
তুমি আমি আমি তুমি দু'জন দু'জনে মিলেমিশে
মিলে-মিশে একসাথে থাকতে চাই সারাজীবনে।

Thursday, 14 May 2020

নুর হাসান সন্দ্বীপী'র কবিতা 'লকডাউন'

চারিদিকে লকডাউন
বাটখারায় মাপামাপি বন্ধ
তোপের মুখে জনগণ
নানান স্থানের সবকিছুই বন্ধ

তবুও জনজীবনে দুর্নীতির চিত্র!
ফুল ফুটে ফুটপাতে—
ফুটপাতে যাওয়া আসা
আসা-যাওয়ার মাঝে খন্ড চিত্র

মাঝে মাঝে ত্রান আসে
ত্রান নিয়ে যায় চিলে
চিলের পিছনে—
ঘুরছে নানান প্রশাসন মিলে

সীমিত আকারে খোলা
সীমিত আকারে বন্ধ
বাঁচতে সীমিত আকারে চাই অন্ন।

কেউ ত্রান বিতরণ করে, কেউ করে মাস্ক
কেউ অজুহাত দিয়ে বিতর্ক করে
কেউ করে পাপ—
এইভাবে হারিয়ে যায় গরীবের অন্ন।

চারিদিকে এযেন সীমিত আকারের খোলা
জীবন বাঁচানো নয় ছেলেখেলা—
কেউ প্রেম করে কেউ করে পাপ
বিধাতা তুমি রহম তুমি রহমান
এইবারের মত ভুলে যাও মান অভিমান,
করে দাও আমাদের সবাইকে মাফ।

Tuesday, 5 May 2020

নুর হাসান সন্দ্বীপী'র কবিতা 'সাথী'

অন্ধকার ছেড়ে আলোতে আয়
আমার হৃদয়ে গহীনে তুই ছিলি শুনে যা—
উড়ে চল যথা আজো ঝরে জল
নাকি বা ফুলের ফাঁকি?

মোর জীবনের সকাল-সন্ধ্যা
আঁধার রাতের হে প্রিয়া তুই সাথী।

কখনো নজরুল হয়েছি—কখনো জীবনানন্দ
তুই আমার পারবতী তোর ভালোবাসায় অন্ধ

অন্ধকার ছেড়ে আলোতে আয়
শুনে যা হৃদয়ের শেষ কথা
আমার মত কেউ বাসবে না ভালো
এটা শুনতে লাগে যথাযথ তবে এটাই বাস্তবতা

তোর জন্যে কবি হয়েছি
তোর জন্যে লিখছি কবিতা
আমার মন থেকে যাবে না কাঁজল কালো ছবিটা—

অন্ধকার ছেড়ে আলোতে আয়
নিয়ে যা তোর ভালোবাসা
ভালোবাসায় থাকবি মোড়ানো এই নয় ঠাট্টা তামাশা।