এই শুনছো?
কখনো কি আকাশ দেখেছো?
ভোরের আকাশ—
একদম নিবিড় নিস্তব্ধ চারিদিক
লোকালয়ে নেই লোকের ভিড়
তুমি আমি আমি তুমি দু'জনে—
হেটে হেটে শিশির ভেজা ভোরে
নদীর কূলে কূলে হাটতে হাটতে
কাশবনের কাশের সঙ্গী হবো।
এই শুনছো?
তোমাকে বলছি—
সকালের সূর্যের সাথে মিলেমিশে দু'জনে পাড়ি জমাবো।
এই শুনছো?
কখনো কি একা একা হেটেছো?
ভোরের কোন সকালে—
তোমাকে নিয়ে হাটছি কাশবনের সঙ্গী হচ্ছি
সূর্যের রশ্মির মাঝে গা ভাসিয়ে—
তবুও কেন জানি শূন্য হৃদয় ভরছে না...
কেন জানি তোমাকে নিয়ে—
তোমাকে নিয়ে হারিয়ে যেতে চাই
দূর থেকে দূর তেপান্তরে...
টেকনাফ থেকে তেতুলিয়ার কোন একস্থানে—
এই শুনছো?
তুমি যাবে আমার সাথে?
নাকি আমাকে নিয়ে হারিয়ে যাবে কোন খানে?
তুমি আমি আমি তুমি দু'জন দু'জনে মিলেমিশে
মিলে-মিশে একসাথে থাকতে চাই সারাজীবনে।