Total Pageviews

Thursday, 14 May 2020

নুর হাসান সন্দ্বীপী'র কবিতা 'লকডাউন'

চারিদিকে লকডাউন
বাটখারায় মাপামাপি বন্ধ
তোপের মুখে জনগণ
নানান স্থানের সবকিছুই বন্ধ

তবুও জনজীবনে দুর্নীতির চিত্র!
ফুল ফুটে ফুটপাতে—
ফুটপাতে যাওয়া আসা
আসা-যাওয়ার মাঝে খন্ড চিত্র

মাঝে মাঝে ত্রান আসে
ত্রান নিয়ে যায় চিলে
চিলের পিছনে—
ঘুরছে নানান প্রশাসন মিলে

সীমিত আকারে খোলা
সীমিত আকারে বন্ধ
বাঁচতে সীমিত আকারে চাই অন্ন।

কেউ ত্রান বিতরণ করে, কেউ করে মাস্ক
কেউ অজুহাত দিয়ে বিতর্ক করে
কেউ করে পাপ—
এইভাবে হারিয়ে যায় গরীবের অন্ন।

চারিদিকে এযেন সীমিত আকারের খোলা
জীবন বাঁচানো নয় ছেলেখেলা—
কেউ প্রেম করে কেউ করে পাপ
বিধাতা তুমি রহম তুমি রহমান
এইবারের মত ভুলে যাও মান অভিমান,
করে দাও আমাদের সবাইকে মাফ।

No comments:

Post a Comment