অন্ধকার ছেড়ে আলোতে আয়
আমার হৃদয়ে গহীনে তুই ছিলি শুনে যা—
উড়ে চল যথা আজো ঝরে জল
নাকি বা ফুলের ফাঁকি?
মোর জীবনের সকাল-সন্ধ্যা
আঁধার রাতের হে প্রিয়া তুই সাথী।
কখনো নজরুল হয়েছি—কখনো জীবনানন্দ
তুই আমার পারবতী তোর ভালোবাসায় অন্ধ
অন্ধকার ছেড়ে আলোতে আয়
শুনে যা হৃদয়ের শেষ কথা
আমার মত কেউ বাসবে না ভালো
এটা শুনতে লাগে যথাযথ তবে এটাই বাস্তবতা
তোর জন্যে কবি হয়েছি
তোর জন্যে লিখছি কবিতা
আমার মন থেকে যাবে না কাঁজল কালো ছবিটা—
অন্ধকার ছেড়ে আলোতে আয়
নিয়ে যা তোর ভালোবাসা
ভালোবাসায় থাকবি মোড়ানো এই নয় ঠাট্টা তামাশা।
No comments:
Post a Comment