তোমাকে নিয়ে একটা উপন্যাস লিখবো ভাবছিলাম
উপন্যাসের দুই লাইন লেখার পরেই মনে হলো তুমি আমার নয়।
উপমা দিয়ে সেই অনেক আগ থেকে লিখছি,
কবিতার ছন্দে পাতায় পাতায় জুড়ে ছিলে শুধুই তুমি—
কখনো কবি হতে চেয়েছি কখনোবা প্রেমিক,
আমাদের গল্পে দুইজন ছিলাম—শুধুই দু'জন।
তোমার কি ফেব্রুয়ারির স্মৃতি মনে পড়ে? এইতো মনে হয় যেন সেদিন!
দেখতে দেখতে ফেব্রুয়ারী গেলো,ফেব্রুয়ারী আসলো—
এখনো স্মৃতি স্বরুপ তোমাকে নিয়ে লেখা সেই কবিতা গুলো সাক্ষী।
সত্যি বলছি—
শুধু কবিতার পাতা জুড়ে নয় মন থেকে তোমাকে ভালোবাসি।
কেন জানি তোমাকে লাল শাড়ী, রেশমি চুড়িতে দেখতে ইচ্ছে করছিলো, দেখা হয়নি—হবে?
হয়তো হবে, তবে আমার হয়ে নয় অন্যকারো সাথে।
একগুচ্ছ কাঁচের চুড়ি নিয়েছিলাম, দেওয়া হলো না। হবে বলেও মনে হচ্ছেনা।
আমার ছোট উপহার রেখো তুমি যতনে—
আমি তোমায় মনে রাখবো মৃত্যুর আগমুহূর্তে থাকবে তুমি স্বরণে।
No comments:
Post a Comment