একটা সময় আসবে
সকাল দুপুর সন্ধ্যা আমাকে খুজবে—
সেদিন রাতের আকাশের চাঁদের দিকে তাকিয়ে
চিৎকার করে কান্নাকাটির পাশাপাশি বুঝবে।
তোমার শরীরের প্রতিটা রক্ত কণা
সবকিছুই আমার জানা—
সত্যি তুমি আমাকে খুজবে,
তারাদের পাশে দাঁড়িয়ে তোমাকে দেখে যাবো নীরবে।
বহু তারাদের মাঝে হারিয়ে যাবো
দূর থেকে দেখে যাবো তোমার মুখোশ
তোমার ভিতরে থাকা শত কষ্ট গুলো ঝেড়ে ফেলতে চাইলেও পারবে না—
আমি তোমার কে ছিলাম সময় থাকতে বুঝলে না।
একদিন হাত দুটোর দিকে তাকিয়ে
চিৎকার করে বলবে প্রথম স্পর্শ ভুলে থাকার নয়
প্রথম প্রেম সত্যি গভীর হয়—
এইভাবে আর কত নিজেকে অন্যকে ঠকিয়ে সুখি হতে চাও! পারবে কি হতে তুমি সুখী?
প্রথম প্রেম ও স্পর্শ মুখোশ পড়লেও ভুলতে পারবে না, আসলেই সারাজীবন থাকবে তুমি দুঃখী?
তোমার মনকে প্রশ্ন করো, নিজের অস্তিত্ব খুঁজে ফেরো
শরীরের দামে মন বিক্রি নয়, মনের দামে শরীর—
No comments:
Post a Comment