Total Pageviews

Tuesday, 26 November 2019

এখনো তোমাকে ভালোবাসি,ভালোবাসা ছেড়ে যায় না মানুষ মানুষকে ছেড়ে যায় - নুর হাসান সন্দ্বীপী

আমি একদিন তোমার জন্য পাগল ছিলাম।আসলে পাগলামোটা শুধু তোমার শরীরের জন্যে নয়।তোমার দেহের ভিতরে থাকা মনের জন্যে।

তোমার কাঁজল কালো দু'চোঁখ দিয়ে আমি রঙিন ভুবনের মাঝে বেঁচে থাকার স্বপ্ন দেখতাম।স্বপ্নে ও বাস্তবে নায়িকা হিসেবে শুধু তোমাকে চাইতাম।

জানি হয়তো তুমি আমার কথা গুলো শুনে মিটমিট করে হাসি দিয়ে উড়িয়ে দিতে।মনে মনে বলতে হয়তো আমি তোমার সাথে অভিনয় করতেছি।আসলে আমি যে একজন অভিনেতা। তুমি বিশ্বাস রাখতে কি রাখতে না আমি সেইদিকে না তাকিয়ে শুধু তোমাকে ভালোবেসে যেতাম।

হঠাৎ কালবৈশাখি ঝড়ের তান্ডবে অবিশ্বাসের খেলা শুরু হলো।জন্ম নিলো তোমার মনে বিষাক্ত জল্পনা।সেই জল্পনার কারণে আমি তোমার কল্পনার জগৎ থেকে হারিয়ে গিয়েছি।তোমার হ্নদয়ে বসবাস করতে শুধু করলো অন্যকেউ।

তবে তুমি কি একটুও খেয়াল করোনি? তোমার কাছে আমি হেরে গেলেও ভালোবাসার সাগরে নেমেও আমি হেরে যায়নি। জীবনের শেষ সময় পযন্ত তোমাকে ভালোবেসে গিয়েছি।তুমি আমাকে ছেড়ে চলে যাওয়ার পরেও আমি তোমাকে একটু বারের জন্যেও ভুলতে পারিনি। জি হ্যাঁ এটাই সত্যিকারের ভালোবাসা।

শুনো সত্যিকারের ভালোবাসা কখনো মরে না।ছেড়ে চলে যায় না।মানুষ মানুষকে ছেড়ে যায়।ভালোবাসা শুধু রয়ে যায় নিরবতায়...

- নুর হাসান সন্দ্বীপী | ২৬/১১/১৯ইং | সন্দ্বীপ

Saturday, 16 November 2019

নুর হাসান সন্দ্বীপী'র কবিতা 'স্মৃতি ও স্বপ্ন'

সেই স্মৃতি মাখা স্বপ্ন,জোছনা ঝরা রাতে
হাতে হাত রাখিনি বলে, অভিমানে ঝড়ে ছিলো অশ্রু
এখনো কি মনে পড়ে আমার কথা?

আমি তোমার গভীরতায় ছিলাম তুমি আমাতে মগ্ন
মুখে ছিলো না কোন কথা, দুঠোঁটে নিরবতা
এখনো কি মনে পড়ে আমার কথা?

চঁন্দ্র সাক্ষী ছিলো, ছিলো রাতের তারা
মানঅভিমানে কেটে গেলো ছিলো না কেউ পাহারা
এখনো কি মনে পড়ে আমার কথা?

হঠাৎ করে চলে যাওয়াতে বৃষ্টি অশ্রুপাতে
মানঅভিমান ভুলে জোৎস্না ভরা রাতে
এখনো কি মনে পড়ে সেই কথা?

হয়তো আর ছোঁয়া নেওয়া হবে না শরীরের গন্ধ
মোরা দুইজন দু'জনের হতে ভালোবাসায় ছিলাম অন্ধ।
এখনো কি মনে পড়ে সেই রাতের কথা?

তুমি আমার আমি তোমার দুজনের দুনিয়া নয়
দুনিয়াতে দুজন মিলেমিশে এক হয়...
চন্দ্রসূর্য কেউ কারো নয় তবুও আলো দিয়ে যায় দিবারাত্রি
ভালোলাগায় ভালোবাসার সৃষ্টি ভালোবাসাতে নেই ক্ষতি

জানি মনে পড়বে না ফিরে আসবে না
তবুও মনে আসলে স্বরণে রাখিও আমার
আমি তোমার হতে চেয়েও পেলাম না তোমায়
এখন আর মনে করো না আমার কথা
আমি তোমার কেউ ছিলাম না মেনে নাও বাস্তবতা

Friday, 15 November 2019

নুর হাসান সন্দ্বীপী'র কবিতা 'বালিকা'

বালিকা তোমারি জন্য স্বপ্ন দেখে,
হৃদয়ের ক্যানভাসে করেছি স্বপ্নের পাহাড়
জানি না বালিকা কখনো কি হবে তুমি আমার?

বালিকা, তোমারি জন্য কবিতা লিখে
হতে চেয়েছি প্রেমের কবি...
জানিনা ছাপা হবে কিনা গল্প,উপন্যাস ও ছবি।

বালিকা তোমারি জন্য নিশি জেগেছি
কত রাত কেঁদেছি গেয়েছি বিরহের গান
কখনো আমি হতে চাইনি তোমার মান-অভিমান।

বালিকা রাখতে চেয়েছি তোমাকে সুখি
যদিও আমার আকাশ খানা অনেক দুঃখী
বাসতে চেয়েছি তোমাকে ভালো...
তুমি অভিমুখী ঐ দূর আকাশের মেঘের মত কালো।

কখনো মোরে বুঝোনি, বুঝোনি মোর ভাষা,
আমি হতে চেয়েছিলাম তোমার আশা ও ভালোবাসা

এখনো তোমাকে নিয়ে স্বপ্ন দেখি,
লিখি কবিতা তুমি আমার উপন্যাসের মূল চরিত্র
বুকে বাধা তোমার সাদাকালো ঐ ছবিটা।

Thursday, 14 November 2019

নুর হাসান সন্দ্বীপী'র কবিতা 'খিদে'

হুট কইরা লই চিবাইতে চুবাইতে
নানান ভাবে খাইয়া দেখছি - যায়।
খাড়া কইরা বইসা শুইয়া খাইলেও হয়
খুইলা খাইলেও সমস্যা নাই - যায়।

খাইতে তাকাইতে নাই
এদিক ঐদিক নাই
উপরের দিকতো নাই-ই..!

চুইষা খাওয়া যায় - সম্ভব
চোষার সময় আওয়াজ করতে নাই
খাইয়া জীবন বাঁচানো যায়
মইরা যাওয়াতো সম্ভব - হুম!

খাইতে লজ্জা নাই লজ্জা থাকতে নাই
লজ্জা থাইকা লাভ নাই...
শীতকাল গরমকাল বর্ষাকাল নাই
সারাবছর খাওয়া চাই...।
খাইতে লজ্জা নাই, খাওয়া ছাড়া জীবন যায়।

নুর হাসান সন্দ্বীপী'র কবিতা 'সোনা''

সোনায় হাত রাখিয়া কইবার পারে না খাঁটি
বহু জিনিসপত্র আছে ― দেখছি!
দেইখা মনে হয় মাটি ― পুরাই দুর্নীতি।
সোনা খাওয়ার জিনিস না
সোনা কেউ খাইবার পারে না
ব্যবহার করতে হয়।

ব্যবহার করিয়া জ্বালা মিটাইতে হয়
হাতে পায়ে গলায় পড়তে দেখছি
আবার নাকেও পড়ে ঐডা নাকি মূল্যবান

কেউ সোনা ধরিয়া খায়
কেউ সোনা করিয়া খায়
হ - সত্যি! পুরাই খাঁটি।
মুরুব্বীরা কইছিলো...

পোলাপাইন মুরুব্বী মানবার চায় না
মুরুব্বীর কথা জানবার চায় না
মুরুব্বীরে শুনবারতো চাই-ই না।

সোনা নানান রকম আছে জানো?
সাদা লাল সোনালী হয় ― কালা আছে নাকি?
জানি না জানবার চাই না
জানাইতে চাই না!

তবে সোনা ছাড়া পুরুষ থাকিলেও
নারী থাকিতে পারে না পারবো না।
নারীর অহংকার নারীর অলংকার
সোনা সবসময় মূল্যবান