কিছু ছবি কথা বলে
কিছু ছবি হেলেদুলে—
কিছু ছবি ক্লান্তির
কিছু ছবি প্রাপ্তির—
কিছু ছবি বুঝায়
কিছু ছবি ভাবায়—বাস্তবতায়
কেউ কথা বলে
কেউ জীবন নিয়ে খেলে
কেউ জীবন করে দান
কেউ তবুও করে মান-অভিমান।
বাস্তবতা মাথা নত করতে নয়
বাস্তবতা বুঝতে ও পেতে শেখায়
জীবনের নদীতে বহু নৌকা ভাসায় নিরালায়
আশায় বাঁচে মানুষ হতাশায় মরে যায়—
তবুও হতাশা ভরা জীবন করে খেলা
এবেলা ঐবেলা জীবন আসলে মায়াভরা।
No comments:
Post a Comment