Total Pageviews

Saturday, 22 February 2020

নুর হাসান সন্দ্বীপী'র কবিতা 'ছবির কথা বলি'

কিছু ছবি কথা বলে
কিছু ছবি হেলেদুলে—
কিছু ছবি ক্লান্তির
কিছু ছবি প্রাপ্তির—

কিছু ছবি বুঝায়
কিছু ছবি ভাবায়—বাস্তবতায়

কেউ কথা বলে
কেউ জীবন নিয়ে খেলে
কেউ জীবন করে দান
কেউ তবুও করে মান-অভিমান।

বাস্তবতা মাথা নত করতে নয়
বাস্তবতা বুঝতে ও পেতে শেখায়
জীবনের নদীতে বহু নৌকা ভাসায় নিরালায়
আশায় বাঁচে মানুষ হতাশায় মরে যায়—

তবুও হতাশা ভরা জীবন করে খেলা
এবেলা ঐবেলা জীবন আসলে মায়াভরা।

Friday, 21 February 2020

নুর হাসান সন্দ্বীপী'র কবিতা 'একুশের কবিতা'

একটা কবিতা লিখতে চাই
একটা ছবি আঁকতে চাই
একটা গল্প বলতে চাই—

তবে কবিতা লিখা হচ্ছে না
ছবি আঁকতে দিচ্ছে না
গল্প করতে চাচ্ছি না—

আমার ভাইয়ের রক্তের রঞ্জিত রাজপথ
তবেও কেন বলা হয় বাংলা ছেড়ে ইলিশ মিডিয়াম পড়?
সালাম-রফিক-সফিক-জব্বারের ঝাড়ছে তাঁজা প্রাণ
গানবাজনা ডিজে পার্টি দিয়ে কেন করো অপমান?

ফুলের মালা দাও—
খালি পায়ে হেঁটে যাও—
তবে কেন একুশের পরে আবার ভুলে যাও?

তারা মায়া কান্না চায় না—
তারা ভালোবাসা পায় না—
তারা বলে না সম্মান করো—
তারা তখনো বলেছিলো এখনো বলে একদিনের জন্যে নয়
সারাজীবনের জন্যে বাংলাটারে আক্রে ধরো।

Monday, 17 February 2020

নুর হাসান সন্দ্বীপী'র কবিতা 'তোমার হতে চাই'

আমি তোমার হতে চাই চিন্তায় চেতনায়
ঠোঁটের হাসি হতে চাই চব্বিশ ঘন্টায়
হয়তো তোমার চুলের খোপা হবো—
হয়তো'বা দুচোঁখের কোণের–কাজল
জড়িয়ে ধরে রেখো
আসতে দিও না জল—

তোমার কে দিতে চাই রেশমি চুড়ি
—তাঁতের শাড়ী
—রক্তজবা
—পদ্মফুল
ভালবাসায় মোড়ানো ছোটখাটো ভুল।

Wednesday, 12 February 2020

নুর হাসান সন্দ্বীপী'র কবিতা 'তোমার দেখা নাই'

সেই রাতের কথা মনে আছে নিশ্চয়ই?
হ্যাঁ– মনে থাকার কথা!
আমি কিন্তু ভুইলা যাওয়ার লোক না।

চাঁদের আলোতে মিটমিট কইরা
এক পা দু'পা চালাইয়া গেছিলাম–
সেইরাতে দেখা পাইলাম
স্পর্শ নিছিলাম ঠোঁটের স্বাদ গ্রহণ করছিলাম।

আহা– শরীরের গন্ধ যেন নাকের ডগায় লাইগা আছে
র্স্পষ্ট কইরা বহুবার বলা হইছিলো ভালোবাসি
তবুও বলা হয় নাই যাও এইবার অন্যসময় আসি।

সেই রাত গেলো
সেই স্মৃতি গেলো
বহুদিন গেলো বহুবছর গেলো
এখন আকাশে চাঁদ উঠে না– বৃষ্টি ঝরে না।

সবকিছু কেন জানি স্বার্থপর হইয়াগেছে
তোমার দেখা নাই—স্পর্শ নাই—স্পর্শ চাই...
তোমাকে ভালোবেসে যেতে চাই সারাজীবন।

এইভাবে আর কত?
নিরব কবি হয়ে কলমের খোঁচায়
ডায়েরির পাতা কিংবা ফেসবুকের পোষ্টে লিখে যাবো তোমাকে চাই?

এইভাবে আর না—এইভাবে চলতে থাকলে একদিন হইতো হারিয়ে ফেলবো, হারিয়ে যাবে জীবন থেইকা।

বহুদিন চলিয়া গেলো প্রাণ বন্ধুর দেখা নাই
জীবনের প্রথম ও শেষ সময় তোমার ছোঁয়া চাই
মৃত্যুর আগ মুহূর্তে হইলেও তোমার দেখা যেন পাই।

Saturday, 8 February 2020

নুর হাসান সন্দ্বীপী'র কবিতা 'কবিতায় প্রেম'

আমিতো সেই ছোট্টবেলা থেইকা—
কবিতার সামনেপিছনে ঘুরাঘুরি কইরা
বহুবার প্রেমেজর্জরিত হইছি!

তবে, কবিতা তখন পাত্তাই দেই নাই
বুঝি নাই,বুঝতাম না—

প্রেম ভালবাসা চাওয়া পাওয়া মায়া মমতা মহব্বত কি?
আসলেই বুঝি নাই বুঝার চেষ্টাও করি নাই!

বহুবার বুকে আনার চেষ্টা করলেও
চোঁখে ও ঠোঁটে আনবার পারছি— সত্যি
বুঝাইবার পারছি তারে ভালবাসি— অন্তত থেইকা বাসি

মানাইবার পারছি শুধু ফেব্রুয়ারি মাসে না
সারা বারমাস তার সাথে ঘরসংসার কইরা বাঁচি।

এখন কবিতা রাতে আসে দিনে আসে
এই আসে এই যায়— তার মাঝে অসীম ক্ষমতায়
নানান শব্দ ও প্রেমের ছন্দবাঁধে মনের আঙিনায়।

কেউ ফেব্রুয়ারি মাস আসলে মেলায় যায়
কবিতাপাঠ করিয়া সাক্ষাৎ চায়—
সেলফি ফেসবুক নানান কর্ম কইরা পাঠকের ট্যাগ লাগায়।

আমার সাক্ষাৎ পাঠ করিয়া লইবার লাগে না—
ফেসবুক ছবি ভিডিওতে হয় না,
কবিতা পড়িয়া সাক্ষাৎ করিবার লাগে।
কেন না মনের মাঝে শুধু কবিতা বসবাস করে।

Monday, 3 February 2020

নুর হাসান সন্দ্বীপী'র কবিতা 'সমকালীন নেতা'

সবাই নেতা হতে চাই
কিন্তু—
সঠিক নেতৃত্ব দিতে চাই না।

সবাই নেতা হতে চাই
কিন্তু—
সুখেদুখে কর্মীদের খোজখবর নিতে চাই না।

সবাই নেতা হতে চাই
কিন্তু—
কর্মী ভালো পজিশনে যাক সেটা চাই না।

সবাই নেতা হতে চাই
কিন্তু—
ত্যাগী ও মূল্যবান কর্মী গুলো মূল্যায়ন হয় না।

সবাই নেতা হতে চাই
কিন্তু—
টাকাপয়সা ছাড়া এদিক ঐদিক বুঝে না।

সবাই নেতা হতে চাই
কিন্তু—
কর্মীরা জেল হাজতে গেলে ধান্দা ছাড়া কিচ্ছু বুঝে না।

সবাই নেতা হতে চাই
কিন্তু—
নেতা হওয়ার যোগ্যতা রাজপথ থেকে অর্জন করে না।

সবাই নেতা হতে চাই
কিন্তু—
ফেসবুক ছাড়া রাজপথ বুঝে না।

সবাই নেতা হতে চাই
কিন্তু—
নেতা হওয়ার যোগ্যতা সকলের ভিতরে থাকে না।

Sunday, 2 February 2020

নুর হাসান সন্দ্বীপী'র কবিতা 'চোর'

চোর রাত্রির বেলার যাত্রী না
চোরের কোন জাত নাই
ধর্মীয় জ্ঞান থাকলেও ধর্ম নাই
চোরদের উদ্দেশ্য কইরা সাধারণ মানুষ
চোর শুধুই চোর— চোর চোরি

এরা দিনে করে, রাত্রেও করে—
ঘরে ঘরের বাহিরে, হাটে ঘাটে মাঠে
নানান গুরুত্বপূর্ণ অগুরুত্বপূর্ণ জায়গাতে

শুয়ে-বসে-উপুত কইরাও করে,
খাটের উপরে খাটের নিচেও ধরে।

এটা তাদের পেশা এটাই একমাত্র নেশা
চোর চুরি করিয়া পাকাপোক্ত হইবার পরে অন্য কিছু করে—

জানেন? জানেন না? জানবার চান না? নাকি শুনিয়া ভয় পাইয়া যাইবেন?

চোর চুরি করিতে করিতে হয় পাকাপোক্ত
চোর যদিও মাঝেমাঝে নিজের কাজে নিজে বিরক্ত,
রক্ত গরম-পাগল মন-মাতালের মতন—

হঠাৎ আসে চিন্তাভাবনা এইভাবে আর না
করিতে হইবো অর্জন কিছু না কিছু দিবো বিসর্জন
ধরলো ডাকাতি করতেছে মানুষের ক্ষতি
এইভাবে তোদিন অন্ধের মত চলতে পারে না
সাধারণ মানুষের মাঝে আসে এমন চিন্তাভাবনা।

করিতে হইবো প্রতিহত এইভাবে আর কত?
চোর ডাকাত বুঝিতে পারিয়া হয় সোজা
বলে আমরা নয়তো দেশ সমাজের বোঝা
        
চোর থেইকা ডাকাত- ডাকাত থেইকা খুনি
চোর ডাকাত খুনি ছাড়া হয় নাকি রাজনীতি?

রাজনীতির মাঝে আইসা এরা করে সমস্যা কেননা নাইতো যোগ্যতা—  
নির্বাচন আসলে ভোট ডাকাতি করবে এটাই বাস্তবতা।